Tuesday 25 May 2010

Satoker chatoki

মন পরে রয় শুধু
ছাতকের চাতকির নিকটে
লাগে ভয়, কাপে মন
কি ঘটে, কি ঘটে...

কি প্রেম দিলো সে
উদাসে হুতাশে,
নব প্রান খোজে তারে
কোথা সে, কোথা সে?

এলো সে ভালোবেসে
হৃদয় টা নাড়িয়া
নিতে চায় কে তারে
মোর থেকে কারিয়া?

স্রষ্টারে চিনেছে সে
ভেঙ্গে গেছে ভ্রান্তি
প্রতিক্ষার দিন গোনে
তবু মনে শান্তি...

পারবে সে সয়ে নিতে
শত প্রতিঘাতও কি,
এলোমেলো বেরে ওঠা
ছাতকের চাতকি?

24/05/2010

Monday 5 April 2010

MY FRIENDS

I watch my friends
They say `yes'
They say `no'
Thus they come
Thus they go.

Wednesday 31 March 2010

SOBI (sonnet)

আয়নাতে ফের হেরি মুখখানি মোর
এমন রুপে কেমনে ভালবসি তারে
তার চেয়ে বেশি হেরি তার চেহারারে
আমার এ নয়নে কবে ঘুচিবে ঘোর।
মন মাঝে ফের যাচি হৃদি খানি মোর
এমন হৃদে আমি কেমনে চাহি তারে
সদা ভালবাসা ভিক্ষি তার হৃদি দ্বারে
আমার এ হৃদি মাঝে কবে হবে ভোর।

কত যাচি, কত ভাবি, কত করি ছল
তবু অসুস্থ হৃদিটা একি কথা বলে,
তারে পেতে চায় সেযে ভালবাসা বলে
ভাবে, মোরে ভালবাসে সেও অবিকল।

আয়নার সামনে অবুঝ কনে কবি?
সামনে যে দাড়িয়ে, সেযে শুধুই ছবি।

মুহাম্মাদ রকিবুল ইসলম
২৯/০৯/২০০০

Tuesday 30 March 2010

ALLAH'R KASE MONAJAT

মোনাজাতে ভাবছি বসে
কোনটারে আজ চাই
কোনটা ফেলে
কোনটা পেলে
   ধন্য জীবনটাই,
ভেবে কুল না পাই,
          তাই-
কিছুই নাহি চাই
যাহা দিবে তাই।

  চাইবো আমি যা
  দিলেই না হয় তা
  পিছে ক্ষতি হইলো কিনা
  বুঝবো কেমন করে?
  অনেক ভেবে তাই-
      কিছু নাহি চাই
      যাহা দিবে তাই।

আমার মনে বাসনা আছে যত
জানে না কেহ তাহা তোমার মতো
হাজার চাওয়া বুকের মাঝে
       চুপি চপি কাদে
চাইবো তাদের কতো।
মুখ ফুটিয়া তাই
    কিছু নাহি চাই
    যাহা দিবে তাই।

তোমার চেয়ে নেইকো কাছে কেহ
কে বা দুরে, তুমি নাকি দেহ?
তোমার কাছে মুখ ফুটে আজ
কেমন করে চাই
অনেক ভেবে তাই
      কিছু নাহি চাই
      যাহা দিবে তাই।

বিপদ যখন আসে
থাকোনা কি পাশে?
বাচাও না কি তখন আমায়
     হাজার উছিলায়?
ভাবছি বসে ঋনের বোঝা
     শুধবো কেমন করে।
অনেক ভেবে তাই
     কিছু নাহি চাই
     যাহা দিবে তাই।

তোমার মতো ভাল প্রভু কেহ নাহি বাসে
তোমার মতো সুখে-দুখে কেউ থাকে না পাশে
মুখ ফুটিয়া তবু আজি
     কেমন করে চাই?
বুদ্ধি কি মোর নাই?
অনেক ভেবে তাই
      কিছু নাহি চাই
      যাহা দিবে তাই।

চাইবো আমি যা
দিলেই না হয় তা
আপন চাওয়া পাওয়ার পরে
যদি তোমায় ভুলে যাই
তারচে ভাল তোমার পথে
     বাধবো জীবনটাই;
     আর কিছুনা চাই
     শুধু বাধনটাই ।

চাইবো আমি যা
যদি না দাও তা
শয়তানের ঐ উস্কানিতে
টলতে পারে মোদরে বাধনটাই
তারচে ভাল যেমন আছি তাই-
      কিছুই নাহি চাই
      যাহা দিবে তাই।

যাহা দিছো মোরে
অপার কৃপা ভরে
তাহার লাগি পুর্বে আমি
কিছুই চাহি নাই;
নতুন করে তাই
    কিছুই নাহি চাই
    যাহা দিবে তাই।

সবাইকে তুমি দিছো যাহা
আমারেওতো দিছো তাহা
সবার থেকে বেশি করে
কেমনে কিছু চাই?
বেশি করে তাই
     কিছুই নাহি চাই
     যাহা দিবে তাই।

মর্মে মর্মে বুঝেছি ভাসা ভাসা
তোমার ভালবাসা;
কৃপা করে স্নেহ ভরে বাস যদি ভাল-
তোমার ভালবাসা পেলে ধন্য জীবনটাই
         আর কিছু না চাই
         শুধু ভালবাসাটাই।

অজ্ঞ আমি, মুর্খ আমি
বুঝবো নাযে কোনটা দামী
ভাল ছেড়ে খারাপ চাইবো পাছে
তারচে ভাল তুমিই দাওনা বেছে
তোমার দেয়া দানের চেয়ে ভালো কিছু নাই;
            আর কিছু না চাই
            শুধু তোমার টাই।


(সংক্ষেপিত)


মুহাম্মাদ রকিবুল ইসলাম
২৭/১০/২০০০

Saturday 20 March 2010

SHALUK

পচা জলে নেমেছি আমি
জোক লেগেছে পায়ে,
    খুলবো তাদের কতো।

উঠে এলে জলের থেকে
শালুক পাবো কোথা-
  পচা জলে শালুক শত শত।


মুহাম্মাদ রকিবুল ইসলাম
৩০/১০/২০০০

Thursday 18 March 2010

একাকী জীবন N EKAKI JIBON

একাকী জীবন, একাকী জীবন
   কতযে বিষাদ
   কতযে ব্যথার
     কে বুঝিবে ভাই
     যে একলা থাকে নাই।

পিতা মাতা, ভাই বোন
  কতযে আপন
  কতযে আপন
    কে বুঝিবে ভাই
    যে একেলা থাকে নাই।

সুখ-দুঃখ দিন ক্ষন
  আল্লাহই আপন
  আল্লাহই আপন
      কে বুঝিবে ভাই
      যে একেলা থাকে নাই।

দুনিয়ার প্রিয়জন- নেশার স্বপন
  কতযে কৃপন
  কতযে কৃপন
    কে বুঝিবে ভাই
    যে একলা থাকে নাই।


মুহাম্মাদ রকিবুল ইসলাম
০২/০১/২০০৩

ছন্দ চাও? ছন্দ নাও SONDO CHAO? SONDO NAO

ছন্দ চাও? ছন্দ নাও
  ছন্দ নাও বই খুজে
    ছন্দ পড়ো, জীবন গড়ো
ভাবতে শিখো চোখ বুজে।

সুখ-আনন্দ, কবিতা ছন্দ
  একই কথা দুই সুরে
    ছন্দ থাকে খুশির ফাকে
কবিতা হৃদয় জুরে।

কবিতা অবুঝ এখনো সবুজ
  ছন্দে দ্রুত গতি,
    কবিতাহীন, ছন্দে দীন
ধরে তারে ভীমরতি।

সাবাস প্রকৃতি ধরায়ে বিকৃতি
  করেছো মোরে কবি;
    ছন্দে ছন্দে, আবেগানন্দে
আকবো তোমার ছবি।

কবিতার মুল্য হৃদয়ের তূল্য
  করো নাকো অপমান
    ছন্দ ছ্দ, হৃদানন্দ
কবিতার মান।

ছন্দ চাও? ছন্দ নাও
  ছন্দ নাও মন খুলে
    ছন্দ পড়ো জীবন গড়ো
ভাবতে শিখো চোখ মেলে।

(সংক্ষেপিত)

মুহাম্মাদ রকিবুল ইসলাম
০২/১২/১৯৯৭
? ছন্দ নাও

আমি আর কোনদিন আসিবোনা জ্বালাতনে AMI R KONODIN ASHIBONA JALATONE

আমি আর কোনদিন আসিবোনা জ্বালাতনে
আমায় আর দেখিবেনা মাঠ-ঘাট-বনে,
তোমাদের ছেড়ে চলে যাব আমি
      চলে যাবো দুর দেশে।
হাসি মুখে যাবো শুধু তোমাদেরই ভালবেসে।

ফিরে আসিবোনাকো কোনদিন, যাবনাকো জ্বালায়ে
আমায় আর দেখিবেনা হাজারো ভিড়ের মেলায়ে।

আমি আর রবোনাকো লাভা হয়ে জ্বালামুখে
শিতল হওয়ার জন্য ছড়ায়ে পড়িবো চারিদিকে।
আমায় আর দেখিব না লাল আর হলুদের মাঝে
আমার বিদায়ের সুর দেখ চারিদিকে বাজে।

এমনই করুন বিদায়ের মাঝে
হৃদয়ের মাঝে এক ঝংকার বাজে
কোন করুন সুর বাজেনা মোর বুকে
দেখো, বিদায় ক্ষনে কোন জ্বালা নেই মোর চোখে।

(সংক্ষেপিত)

মুহাম্মাদ রকিবুল ইসলাম
ডিসেম্বর ১৯৯৭

Saturday 6 February 2010

ESHO এসো

এসো
হাত রেখে হাতে
এই কাল রাতে
করি বল বৃদ্ধি।

দুই চার ছয়
করি সঞ্চয়
আপন জাতির তরে
গড়ি প্রবৃদ্ধি।

এসো
ছাড়ি নেশা-বুদ
মিথ্যে ঘুষ সুদ
হৃদয় মননে আনি শু্দ্ধি।

দুই ভবে সুখ
চাই সবটুক
তার তরে রাখি শুভ বু্দ্ধি।

এসো এই ছায়া তলে
বিশ্বাস প্রদীপ জ্বেলে
বাড়াবো জাতির সমৃদ্ধি।

এসো
সত্যের পথে থাকি
আর সত্যের পথে ডাকি
প্রকৃত সুখ এরই মধ্যি।

মুহাম্মাদ রকিবুল ইসলাম
০৬/০৩/২০০৫

Because I LOVE YOU.

Where do you live?
In the great dirk,
Where is my heart saituated?

What do u think?
About my cruel love,
Which is always hurt u?

What do u love?
Free yourself from me,
Who has gone to pieces?

What do u want?
A new world without me,
Where I can't tease u?

I think so.
Though I think, you love me.
Because I LOVE YOU.

muhammad rakibul islam
19.12.1999

KHULIA DAO GO KHACHA খুলিয়া দাওগো খাচা

খুলিয়া দাওগো খাচা,
উড়ায়ে দাওগো পাখি
থাকিতে চাহেনা যে,
তারে কেমনে ধরে রাখি।

লুকায়ে যে রহিছে তারে
দাওগো লুকায়ে থাকিতে
বাহিরে যে আসিবে না তারে
যাবো না বাহিরে ডাকিতে।

সাথে যে চাহেগো যাইতে
লয়ে চলো তারে সাথে
যে যাবে না, তারে সাধিবো না
সময় নাইকো হাতে।

কয়ে দাও সবে শান্তির ঠিকানা
যে আসিতে চায় আসুক
বিশ্বাস যে করিলো না
সে বসে বসে যাচুক।

ঘড় হতে যে গিয়েছে বেরিয়ে
আর ঢুকায়ো না তারে ঘরে
ঘরের শুধাও সে ফেলিবে ঢালিয়া
বাহির ভবের তরে।

পিছের জনরে পিছনে গিয়া
যাবোনাকো ভাই আনিতে
পানির জনরে বাচাতে গিয়া
নামিবো আজ পানিতে।

অকারন যে কাদিবে বসিয়া
যাবো না তার আখি আখি মুছিতে
যে হাসিবে না তারে হাসাবো না
যাবো না কারন পুছিতে।

কয়ে কয়ে মোর ধরেছে গলা
আর পারি না কহিতে
সয়ে সয়ে মোর পাজর ভেঙেছে
আর পারি না সহিতে।

খুলিয়া দাওগো খাচা
উড়ায়ে দাওগো পাখি
পরম আদরে পেলেছি যারে
যদি পারে দিয়া ফাকি।

মুহাম্মাদ রকিবুল ইসলাম
২৫/১১/২০০০

AMAR MONER DORJA KHOLA

আকাশে সুর্য ওঠে
সুর্যের সাথে আমার
বসন্তের দিন কাটাই।

সুর্য় ডোবে
জীবনে আধার নামে
একাকিত্ব ভাল লাগেনা
নতুন বন্ধু খুজে পাই
আধার জীবনে চাদ ওঠে।

অতঃপর কোন এক সময়
চাদ পালিয়ে যায়।
একাকিত্বের অন্ধকার থেকে বাচতে
রাতের তারাদের সাথী হয়
আমার প্রতিটি ক্ষন হোক মধুর।

আমায় কি বোকা ভেবেছ
আমি সুর্য়ের প্রতিক্ষায়
বসে থাকবো।

তোমরা প্রেম প্রেম বলে কাদো
আমি শুধু সুখের বাসর গড়বো
আমার মনের দরজা খোলা
আমি নতুনের ছবি আকবো।


মুহাম্মাদ রকিবুল ইসলাম
১৮/০২/২০০৬