Saturday, 6 February 2010

AMAR MONER DORJA KHOLA

আকাশে সুর্য ওঠে
সুর্যের সাথে আমার
বসন্তের দিন কাটাই।

সুর্য় ডোবে
জীবনে আধার নামে
একাকিত্ব ভাল লাগেনা
নতুন বন্ধু খুজে পাই
আধার জীবনে চাদ ওঠে।

অতঃপর কোন এক সময়
চাদ পালিয়ে যায়।
একাকিত্বের অন্ধকার থেকে বাচতে
রাতের তারাদের সাথী হয়
আমার প্রতিটি ক্ষন হোক মধুর।

আমায় কি বোকা ভেবেছ
আমি সুর্য়ের প্রতিক্ষায়
বসে থাকবো।

তোমরা প্রেম প্রেম বলে কাদো
আমি শুধু সুখের বাসর গড়বো
আমার মনের দরজা খোলা
আমি নতুনের ছবি আকবো।


মুহাম্মাদ রকিবুল ইসলাম
১৮/০২/২০০৬

No comments:

Post a Comment