Thursday 18 March 2010

ছন্দ চাও? ছন্দ নাও SONDO CHAO? SONDO NAO

ছন্দ চাও? ছন্দ নাও
  ছন্দ নাও বই খুজে
    ছন্দ পড়ো, জীবন গড়ো
ভাবতে শিখো চোখ বুজে।

সুখ-আনন্দ, কবিতা ছন্দ
  একই কথা দুই সুরে
    ছন্দ থাকে খুশির ফাকে
কবিতা হৃদয় জুরে।

কবিতা অবুঝ এখনো সবুজ
  ছন্দে দ্রুত গতি,
    কবিতাহীন, ছন্দে দীন
ধরে তারে ভীমরতি।

সাবাস প্রকৃতি ধরায়ে বিকৃতি
  করেছো মোরে কবি;
    ছন্দে ছন্দে, আবেগানন্দে
আকবো তোমার ছবি।

কবিতার মুল্য হৃদয়ের তূল্য
  করো নাকো অপমান
    ছন্দ ছ্দ, হৃদানন্দ
কবিতার মান।

ছন্দ চাও? ছন্দ নাও
  ছন্দ নাও মন খুলে
    ছন্দ পড়ো জীবন গড়ো
ভাবতে শিখো চোখ মেলে।

(সংক্ষেপিত)

মুহাম্মাদ রকিবুল ইসলাম
০২/১২/১৯৯৭
? ছন্দ নাও

No comments:

Post a Comment