Saturday 6 February 2010

ESHO এসো

এসো
হাত রেখে হাতে
এই কাল রাতে
করি বল বৃদ্ধি।

দুই চার ছয়
করি সঞ্চয়
আপন জাতির তরে
গড়ি প্রবৃদ্ধি।

এসো
ছাড়ি নেশা-বুদ
মিথ্যে ঘুষ সুদ
হৃদয় মননে আনি শু্দ্ধি।

দুই ভবে সুখ
চাই সবটুক
তার তরে রাখি শুভ বু্দ্ধি।

এসো এই ছায়া তলে
বিশ্বাস প্রদীপ জ্বেলে
বাড়াবো জাতির সমৃদ্ধি।

এসো
সত্যের পথে থাকি
আর সত্যের পথে ডাকি
প্রকৃত সুখ এরই মধ্যি।

মুহাম্মাদ রকিবুল ইসলাম
০৬/০৩/২০০৫

Because I LOVE YOU.

Where do you live?
In the great dirk,
Where is my heart saituated?

What do u think?
About my cruel love,
Which is always hurt u?

What do u love?
Free yourself from me,
Who has gone to pieces?

What do u want?
A new world without me,
Where I can't tease u?

I think so.
Though I think, you love me.
Because I LOVE YOU.

muhammad rakibul islam
19.12.1999

KHULIA DAO GO KHACHA খুলিয়া দাওগো খাচা

খুলিয়া দাওগো খাচা,
উড়ায়ে দাওগো পাখি
থাকিতে চাহেনা যে,
তারে কেমনে ধরে রাখি।

লুকায়ে যে রহিছে তারে
দাওগো লুকায়ে থাকিতে
বাহিরে যে আসিবে না তারে
যাবো না বাহিরে ডাকিতে।

সাথে যে চাহেগো যাইতে
লয়ে চলো তারে সাথে
যে যাবে না, তারে সাধিবো না
সময় নাইকো হাতে।

কয়ে দাও সবে শান্তির ঠিকানা
যে আসিতে চায় আসুক
বিশ্বাস যে করিলো না
সে বসে বসে যাচুক।

ঘড় হতে যে গিয়েছে বেরিয়ে
আর ঢুকায়ো না তারে ঘরে
ঘরের শুধাও সে ফেলিবে ঢালিয়া
বাহির ভবের তরে।

পিছের জনরে পিছনে গিয়া
যাবোনাকো ভাই আনিতে
পানির জনরে বাচাতে গিয়া
নামিবো আজ পানিতে।

অকারন যে কাদিবে বসিয়া
যাবো না তার আখি আখি মুছিতে
যে হাসিবে না তারে হাসাবো না
যাবো না কারন পুছিতে।

কয়ে কয়ে মোর ধরেছে গলা
আর পারি না কহিতে
সয়ে সয়ে মোর পাজর ভেঙেছে
আর পারি না সহিতে।

খুলিয়া দাওগো খাচা
উড়ায়ে দাওগো পাখি
পরম আদরে পেলেছি যারে
যদি পারে দিয়া ফাকি।

মুহাম্মাদ রকিবুল ইসলাম
২৫/১১/২০০০

AMAR MONER DORJA KHOLA

আকাশে সুর্য ওঠে
সুর্যের সাথে আমার
বসন্তের দিন কাটাই।

সুর্য় ডোবে
জীবনে আধার নামে
একাকিত্ব ভাল লাগেনা
নতুন বন্ধু খুজে পাই
আধার জীবনে চাদ ওঠে।

অতঃপর কোন এক সময়
চাদ পালিয়ে যায়।
একাকিত্বের অন্ধকার থেকে বাচতে
রাতের তারাদের সাথী হয়
আমার প্রতিটি ক্ষন হোক মধুর।

আমায় কি বোকা ভেবেছ
আমি সুর্য়ের প্রতিক্ষায়
বসে থাকবো।

তোমরা প্রেম প্রেম বলে কাদো
আমি শুধু সুখের বাসর গড়বো
আমার মনের দরজা খোলা
আমি নতুনের ছবি আকবো।


মুহাম্মাদ রকিবুল ইসলাম
১৮/০২/২০০৬