Saturday, 6 February 2010

ESHO এসো

এসো
হাত রেখে হাতে
এই কাল রাতে
করি বল বৃদ্ধি।

দুই চার ছয়
করি সঞ্চয়
আপন জাতির তরে
গড়ি প্রবৃদ্ধি।

এসো
ছাড়ি নেশা-বুদ
মিথ্যে ঘুষ সুদ
হৃদয় মননে আনি শু্দ্ধি।

দুই ভবে সুখ
চাই সবটুক
তার তরে রাখি শুভ বু্দ্ধি।

এসো এই ছায়া তলে
বিশ্বাস প্রদীপ জ্বেলে
বাড়াবো জাতির সমৃদ্ধি।

এসো
সত্যের পথে থাকি
আর সত্যের পথে ডাকি
প্রকৃত সুখ এরই মধ্যি।

মুহাম্মাদ রকিবুল ইসলাম
০৬/০৩/২০০৫

No comments:

Post a Comment