Wednesday, 31 March 2010

SOBI (sonnet)

আয়নাতে ফের হেরি মুখখানি মোর
এমন রুপে কেমনে ভালবসি তারে
তার চেয়ে বেশি হেরি তার চেহারারে
আমার এ নয়নে কবে ঘুচিবে ঘোর।
মন মাঝে ফের যাচি হৃদি খানি মোর
এমন হৃদে আমি কেমনে চাহি তারে
সদা ভালবাসা ভিক্ষি তার হৃদি দ্বারে
আমার এ হৃদি মাঝে কবে হবে ভোর।

কত যাচি, কত ভাবি, কত করি ছল
তবু অসুস্থ হৃদিটা একি কথা বলে,
তারে পেতে চায় সেযে ভালবাসা বলে
ভাবে, মোরে ভালবাসে সেও অবিকল।

আয়নার সামনে অবুঝ কনে কবি?
সামনে যে দাড়িয়ে, সেযে শুধুই ছবি।

মুহাম্মাদ রকিবুল ইসলম
২৯/০৯/২০০০

No comments:

Post a Comment