Thursday, 18 March 2010

আমি আর কোনদিন আসিবোনা জ্বালাতনে AMI R KONODIN ASHIBONA JALATONE

আমি আর কোনদিন আসিবোনা জ্বালাতনে
আমায় আর দেখিবেনা মাঠ-ঘাট-বনে,
তোমাদের ছেড়ে চলে যাব আমি
      চলে যাবো দুর দেশে।
হাসি মুখে যাবো শুধু তোমাদেরই ভালবেসে।

ফিরে আসিবোনাকো কোনদিন, যাবনাকো জ্বালায়ে
আমায় আর দেখিবেনা হাজারো ভিড়ের মেলায়ে।

আমি আর রবোনাকো লাভা হয়ে জ্বালামুখে
শিতল হওয়ার জন্য ছড়ায়ে পড়িবো চারিদিকে।
আমায় আর দেখিব না লাল আর হলুদের মাঝে
আমার বিদায়ের সুর দেখ চারিদিকে বাজে।

এমনই করুন বিদায়ের মাঝে
হৃদয়ের মাঝে এক ঝংকার বাজে
কোন করুন সুর বাজেনা মোর বুকে
দেখো, বিদায় ক্ষনে কোন জ্বালা নেই মোর চোখে।

(সংক্ষেপিত)

মুহাম্মাদ রকিবুল ইসলাম
ডিসেম্বর ১৯৯৭

No comments:

Post a Comment