Thursday, 18 March 2010

একাকী জীবন N EKAKI JIBON

একাকী জীবন, একাকী জীবন
   কতযে বিষাদ
   কতযে ব্যথার
     কে বুঝিবে ভাই
     যে একলা থাকে নাই।

পিতা মাতা, ভাই বোন
  কতযে আপন
  কতযে আপন
    কে বুঝিবে ভাই
    যে একেলা থাকে নাই।

সুখ-দুঃখ দিন ক্ষন
  আল্লাহই আপন
  আল্লাহই আপন
      কে বুঝিবে ভাই
      যে একেলা থাকে নাই।

দুনিয়ার প্রিয়জন- নেশার স্বপন
  কতযে কৃপন
  কতযে কৃপন
    কে বুঝিবে ভাই
    যে একলা থাকে নাই।


মুহাম্মাদ রকিবুল ইসলাম
০২/০১/২০০৩

No comments:

Post a Comment