Tuesday, 25 May 2010

Satoker chatoki

মন পরে রয় শুধু
ছাতকের চাতকির নিকটে
লাগে ভয়, কাপে মন
কি ঘটে, কি ঘটে...

কি প্রেম দিলো সে
উদাসে হুতাশে,
নব প্রান খোজে তারে
কোথা সে, কোথা সে?

এলো সে ভালোবেসে
হৃদয় টা নাড়িয়া
নিতে চায় কে তারে
মোর থেকে কারিয়া?

স্রষ্টারে চিনেছে সে
ভেঙ্গে গেছে ভ্রান্তি
প্রতিক্ষার দিন গোনে
তবু মনে শান্তি...

পারবে সে সয়ে নিতে
শত প্রতিঘাতও কি,
এলোমেলো বেরে ওঠা
ছাতকের চাতকি?

24/05/2010

No comments:

Post a Comment