Monday 28 December 2009

চরিত্রবান - CHARITRABAN


আমি সতিচ্ছেদে চরিত্র খুজিনা
দেহটাই চরিত্রের পুজি না
ব্যবহারে যে বিত্তবান
সেইতো চরিত্রবান।

যে জন দেয় না ধোকা
বানায় না বোকা
স্রষ্ঠার ভয়ে যার কাপে প্রান
সেই তো চরিত্রবান।

যে জন সত্য কথা বলে
যে জন সত্যের পথে চলে
যার এক জবান
সেই তো চরিত্রবান।

সে জন থাকবে পরম সুখে
যে লাগাম টেনে মুখে
রাখে কথার মান
সেই তো চরিত্রবান।

আরে চরিত্র নয় দেহে
চরিত্র মুখে রে হে
উন্নত যার ব্যবহারের মান
সেই তো চরিত্রবান।

পাহাড় টলতে পারে
তবু কথা নড়ে নারে
জীবন বাজি রেখে রাখে কথারই সম্মান
সেই তো চরিত্রবান।


মুহাম্মাদ রকিবুল ইসলাম
৩০/১০/২০০৮

Friday 25 December 2009

Jibon Shayanne


পড়বে মনে এমন করে
আজকে যেমন পড়ছে মনে।
বাছাই করা সুখের স্মৃতি
ভাসবে তখন মনের কোনে।

সময় জলে যাবেগো গুলে
ব্যথার গুড়া গুলি।
হেলায় বসি করবো স্মরন
যাহারে গিয়াছি ভুলি।

হৃদয় মাঝে আবেগ অনল
ধীরে ধীরে শান্ত হবে।
দ্বীর্ঘশ্বাসে নতুন আশা
ধরবে ঘিরি কলরবে।

আশা সৃষ্টি কমে যাবে
হতাশা ঘিরি ধরবে তবে।
সময় তুল্যে হবো যে ধীর
রুচিগুলোও পাল্টে যাবে।

মজায় তবে লাগবেনা মজা
তেতোই লাগবে ভালো
রঙিন তবে রঙিন রবেনা
রঙিন হবে কালো।

আজ যাহারে বাসিছি ভালো
সেদিন তাহারে করবো স্মরন।
হারিয়ে যাবে সকল আপন
আজকে যাহারা করছে বরন।


(সংক্ষেপিত)

মুহাম্মাদ রকিবুল ইসলাম
২১/০৩/২০০০

ekjon shobuj kobi o kisu kobita

Muhammad Rakibul Islam is a young poet of Bangladesh.
He is also a film maker and actor.

Muhammad Rakibul Islam was born on 18 September 1981 in Jessore. His father, Muhammad Ramzan Ali is a police officer and because of his fathers occupation, he traveled various parts of the country as a child. He passed SSC from Adarsha Uchcha Vidalaya (Adarsha High School) Mirpur, Dhaka in 1998 and HSC in 2001 from Govt. Bangla College, Mirpur, Dhaka. Now he is a studying DUMS 1st year at Hakim Said Eastern Medical College and Hospital, Nimtoli, Dhaka.

He learned acting from Bondhu Natto Dol in his college life.
He took a training for making film from Academy of Film and Media in 2008.

Muhammad Rakibul Islam is a good poet. He writes for heart, human and humanity.

Some short film made by muhammad rakibul islam....

1. Iman
2. Ami ek kothar lok
3. Amrao ek kothar lok
4. Jin abong ami
5. Bokhil  (Coming soon)