আয়নাতে ফের হেরি মুখখানি মোর
এমন রুপে কেমনে ভালবসি তারে
তার চেয়ে বেশি হেরি তার চেহারারে
আমার এ নয়নে কবে ঘুচিবে ঘোর।
মন মাঝে ফের যাচি হৃদি খানি মোর
এমন হৃদে আমি কেমনে চাহি তারে
সদা ভালবাসা ভিক্ষি তার হৃদি দ্বারে
আমার এ হৃদি মাঝে কবে হবে ভোর।
কত যাচি, কত ভাবি, কত করি ছল
তবু অসুস্থ হৃদিটা একি কথা বলে,
তারে পেতে চায় সেযে ভালবাসা বলে
ভাবে, মোরে ভালবাসে সেও অবিকল।
আয়নার সামনে অবুঝ কনে কবি?
সামনে যে দাড়িয়ে, সেযে শুধুই ছবি।
মুহাম্মাদ রকিবুল ইসলম
২৯/০৯/২০০০
Wednesday, 31 March 2010
Tuesday, 30 March 2010
ALLAH'R KASE MONAJAT
মোনাজাতে ভাবছি বসে
কোনটারে আজ চাই
কোনটা ফেলে
কোনটা পেলে
ধন্য জীবনটাই,
ভেবে কুল না পাই,
তাই-
কিছুই নাহি চাই
যাহা দিবে তাই।
চাইবো আমি যা
দিলেই না হয় তা
পিছে ক্ষতি হইলো কিনা
বুঝবো কেমন করে?
অনেক ভেবে তাই-
কিছু নাহি চাই
যাহা দিবে তাই।
আমার মনে বাসনা আছে যত
জানে না কেহ তাহা তোমার মতো
হাজার চাওয়া বুকের মাঝে
চুপি চপি কাদে
চাইবো তাদের কতো।
মুখ ফুটিয়া তাই
কিছু নাহি চাই
যাহা দিবে তাই।
তোমার চেয়ে নেইকো কাছে কেহ
কে বা দুরে, তুমি নাকি দেহ?
তোমার কাছে মুখ ফুটে আজ
কেমন করে চাই
অনেক ভেবে তাই
কিছু নাহি চাই
যাহা দিবে তাই।
বিপদ যখন আসে
থাকোনা কি পাশে?
বাচাও না কি তখন আমায়
হাজার উছিলায়?
ভাবছি বসে ঋনের বোঝা
শুধবো কেমন করে।
অনেক ভেবে তাই
কিছু নাহি চাই
যাহা দিবে তাই।
তোমার মতো ভাল প্রভু কেহ নাহি বাসে
তোমার মতো সুখে-দুখে কেউ থাকে না পাশে
মুখ ফুটিয়া তবু আজি
কেমন করে চাই?
বুদ্ধি কি মোর নাই?
অনেক ভেবে তাই
কিছু নাহি চাই
যাহা দিবে তাই।
চাইবো আমি যা
দিলেই না হয় তা
আপন চাওয়া পাওয়ার পরে
যদি তোমায় ভুলে যাই
তারচে ভাল তোমার পথে
বাধবো জীবনটাই;
আর কিছুনা চাই
শুধু বাধনটাই ।
চাইবো আমি যা
যদি না দাও তা
শয়তানের ঐ উস্কানিতে
টলতে পারে মোদরে বাধনটাই
তারচে ভাল যেমন আছি তাই-
কিছুই নাহি চাই
যাহা দিবে তাই।
যাহা দিছো মোরে
অপার কৃপা ভরে
তাহার লাগি পুর্বে আমি
কিছুই চাহি নাই;
নতুন করে তাই
কিছুই নাহি চাই
যাহা দিবে তাই।
সবাইকে তুমি দিছো যাহা
আমারেওতো দিছো তাহা
সবার থেকে বেশি করে
কেমনে কিছু চাই?
বেশি করে তাই
কিছুই নাহি চাই
যাহা দিবে তাই।
মর্মে মর্মে বুঝেছি ভাসা ভাসা
তোমার ভালবাসা;
কৃপা করে স্নেহ ভরে বাস যদি ভাল-
তোমার ভালবাসা পেলে ধন্য জীবনটাই
আর কিছু না চাই
শুধু ভালবাসাটাই।
অজ্ঞ আমি, মুর্খ আমি
বুঝবো নাযে কোনটা দামী
ভাল ছেড়ে খারাপ চাইবো পাছে
তারচে ভাল তুমিই দাওনা বেছে
তোমার দেয়া দানের চেয়ে ভালো কিছু নাই;
আর কিছু না চাই
শুধু তোমার টাই।
(সংক্ষেপিত)
মুহাম্মাদ রকিবুল ইসলাম
২৭/১০/২০০০
কোনটারে আজ চাই
কোনটা ফেলে
কোনটা পেলে
ধন্য জীবনটাই,
ভেবে কুল না পাই,
তাই-
কিছুই নাহি চাই
যাহা দিবে তাই।
চাইবো আমি যা
দিলেই না হয় তা
পিছে ক্ষতি হইলো কিনা
বুঝবো কেমন করে?
অনেক ভেবে তাই-
কিছু নাহি চাই
যাহা দিবে তাই।
আমার মনে বাসনা আছে যত
জানে না কেহ তাহা তোমার মতো
হাজার চাওয়া বুকের মাঝে
চুপি চপি কাদে
চাইবো তাদের কতো।
মুখ ফুটিয়া তাই
কিছু নাহি চাই
যাহা দিবে তাই।
তোমার চেয়ে নেইকো কাছে কেহ
কে বা দুরে, তুমি নাকি দেহ?
তোমার কাছে মুখ ফুটে আজ
কেমন করে চাই
অনেক ভেবে তাই
কিছু নাহি চাই
যাহা দিবে তাই।
বিপদ যখন আসে
থাকোনা কি পাশে?
বাচাও না কি তখন আমায়
হাজার উছিলায়?
ভাবছি বসে ঋনের বোঝা
শুধবো কেমন করে।
অনেক ভেবে তাই
কিছু নাহি চাই
যাহা দিবে তাই।
তোমার মতো ভাল প্রভু কেহ নাহি বাসে
তোমার মতো সুখে-দুখে কেউ থাকে না পাশে
মুখ ফুটিয়া তবু আজি
কেমন করে চাই?
বুদ্ধি কি মোর নাই?
অনেক ভেবে তাই
কিছু নাহি চাই
যাহা দিবে তাই।
চাইবো আমি যা
দিলেই না হয় তা
আপন চাওয়া পাওয়ার পরে
যদি তোমায় ভুলে যাই
তারচে ভাল তোমার পথে
বাধবো জীবনটাই;
আর কিছুনা চাই
শুধু বাধনটাই ।
চাইবো আমি যা
যদি না দাও তা
শয়তানের ঐ উস্কানিতে
টলতে পারে মোদরে বাধনটাই
তারচে ভাল যেমন আছি তাই-
কিছুই নাহি চাই
যাহা দিবে তাই।
যাহা দিছো মোরে
অপার কৃপা ভরে
তাহার লাগি পুর্বে আমি
কিছুই চাহি নাই;
নতুন করে তাই
কিছুই নাহি চাই
যাহা দিবে তাই।
সবাইকে তুমি দিছো যাহা
আমারেওতো দিছো তাহা
সবার থেকে বেশি করে
কেমনে কিছু চাই?
বেশি করে তাই
কিছুই নাহি চাই
যাহা দিবে তাই।
মর্মে মর্মে বুঝেছি ভাসা ভাসা
তোমার ভালবাসা;
কৃপা করে স্নেহ ভরে বাস যদি ভাল-
তোমার ভালবাসা পেলে ধন্য জীবনটাই
আর কিছু না চাই
শুধু ভালবাসাটাই।
অজ্ঞ আমি, মুর্খ আমি
বুঝবো নাযে কোনটা দামী
ভাল ছেড়ে খারাপ চাইবো পাছে
তারচে ভাল তুমিই দাওনা বেছে
তোমার দেয়া দানের চেয়ে ভালো কিছু নাই;
আর কিছু না চাই
শুধু তোমার টাই।
(সংক্ষেপিত)
মুহাম্মাদ রকিবুল ইসলাম
২৭/১০/২০০০
Saturday, 20 March 2010
SHALUK
পচা জলে নেমেছি আমি
জোক লেগেছে পায়ে,
খুলবো তাদের কতো।
উঠে এলে জলের থেকে
শালুক পাবো কোথা-
পচা জলে শালুক শত শত।
মুহাম্মাদ রকিবুল ইসলাম
৩০/১০/২০০০
জোক লেগেছে পায়ে,
খুলবো তাদের কতো।
উঠে এলে জলের থেকে
শালুক পাবো কোথা-
পচা জলে শালুক শত শত।
মুহাম্মাদ রকিবুল ইসলাম
৩০/১০/২০০০
Thursday, 18 March 2010
একাকী জীবন N EKAKI JIBON
একাকী জীবন, একাকী জীবন
কতযে বিষাদ
কতযে ব্যথার
কে বুঝিবে ভাই
যে একলা থাকে নাই।
পিতা মাতা, ভাই বোন
কতযে আপন
কতযে আপন
কে বুঝিবে ভাই
যে একেলা থাকে নাই।
সুখ-দুঃখ দিন ক্ষন
আল্লাহই আপন
আল্লাহই আপন
কে বুঝিবে ভাই
যে একেলা থাকে নাই।
দুনিয়ার প্রিয়জন- নেশার স্বপন
কতযে কৃপন
কতযে কৃপন
কে বুঝিবে ভাই
যে একলা থাকে নাই।
মুহাম্মাদ রকিবুল ইসলাম
০২/০১/২০০৩
কতযে বিষাদ
কতযে ব্যথার
কে বুঝিবে ভাই
যে একলা থাকে নাই।
পিতা মাতা, ভাই বোন
কতযে আপন
কতযে আপন
কে বুঝিবে ভাই
যে একেলা থাকে নাই।
সুখ-দুঃখ দিন ক্ষন
আল্লাহই আপন
আল্লাহই আপন
কে বুঝিবে ভাই
যে একেলা থাকে নাই।
দুনিয়ার প্রিয়জন- নেশার স্বপন
কতযে কৃপন
কতযে কৃপন
কে বুঝিবে ভাই
যে একলা থাকে নাই।
মুহাম্মাদ রকিবুল ইসলাম
০২/০১/২০০৩
ছন্দ চাও? ছন্দ নাও SONDO CHAO? SONDO NAO
ছন্দ চাও? ছন্দ নাও
ছন্দ নাও বই খুজে
ছন্দ পড়ো, জীবন গড়ো
ভাবতে শিখো চোখ বুজে।
সুখ-আনন্দ, কবিতা ছন্দ
একই কথা দুই সুরে
ছন্দ থাকে খুশির ফাকে
কবিতা হৃদয় জুরে।
কবিতা অবুঝ এখনো সবুজ
ছন্দে দ্রুত গতি,
কবিতাহীন, ছন্দে দীন
ধরে তারে ভীমরতি।
সাবাস প্রকৃতি ধরায়ে বিকৃতি
করেছো মোরে কবি;
ছন্দে ছন্দে, আবেগানন্দে
আকবো তোমার ছবি।
কবিতার মুল্য হৃদয়ের তূল্য
করো নাকো অপমান
ছন্দ ছ্দ, হৃদানন্দ
কবিতার মান।
ছন্দ চাও? ছন্দ নাও
ছন্দ নাও মন খুলে
ছন্দ পড়ো জীবন গড়ো
ভাবতে শিখো চোখ মেলে।
(সংক্ষেপিত)
মুহাম্মাদ রকিবুল ইসলাম
০২/১২/১৯৯৭? ছন্দ নাও
ছন্দ নাও বই খুজে
ছন্দ পড়ো, জীবন গড়ো
ভাবতে শিখো চোখ বুজে।
সুখ-আনন্দ, কবিতা ছন্দ
একই কথা দুই সুরে
ছন্দ থাকে খুশির ফাকে
কবিতা হৃদয় জুরে।
কবিতা অবুঝ এখনো সবুজ
ছন্দে দ্রুত গতি,
কবিতাহীন, ছন্দে দীন
ধরে তারে ভীমরতি।
সাবাস প্রকৃতি ধরায়ে বিকৃতি
করেছো মোরে কবি;
ছন্দে ছন্দে, আবেগানন্দে
আকবো তোমার ছবি।
কবিতার মুল্য হৃদয়ের তূল্য
করো নাকো অপমান
ছন্দ ছ্দ, হৃদানন্দ
কবিতার মান।
ছন্দ চাও? ছন্দ নাও
ছন্দ নাও মন খুলে
ছন্দ পড়ো জীবন গড়ো
ভাবতে শিখো চোখ মেলে।
(সংক্ষেপিত)
মুহাম্মাদ রকিবুল ইসলাম
০২/১২/১৯৯৭? ছন্দ নাও
আমি আর কোনদিন আসিবোনা জ্বালাতনে AMI R KONODIN ASHIBONA JALATONE
আমি আর কোনদিন আসিবোনা জ্বালাতনে
আমায় আর দেখিবেনা মাঠ-ঘাট-বনে,
তোমাদের ছেড়ে চলে যাব আমি
চলে যাবো দুর দেশে।
হাসি মুখে যাবো শুধু তোমাদেরই ভালবেসে।
ফিরে আসিবোনাকো কোনদিন, যাবনাকো জ্বালায়ে
আমায় আর দেখিবেনা হাজারো ভিড়ের মেলায়ে।
আমি আর রবোনাকো লাভা হয়ে জ্বালামুখে
শিতল হওয়ার জন্য ছড়ায়ে পড়িবো চারিদিকে।
আমায় আর দেখিব না লাল আর হলুদের মাঝে
আমার বিদায়ের সুর দেখ চারিদিকে বাজে।
এমনই করুন বিদায়ের মাঝে
হৃদয়ের মাঝে এক ঝংকার বাজে
কোন করুন সুর বাজেনা মোর বুকে
দেখো, বিদায় ক্ষনে কোন জ্বালা নেই মোর চোখে।
(সংক্ষেপিত)
মুহাম্মাদ রকিবুল ইসলাম
ডিসেম্বর ১৯৯৭
আমায় আর দেখিবেনা মাঠ-ঘাট-বনে,
তোমাদের ছেড়ে চলে যাব আমি
চলে যাবো দুর দেশে।
হাসি মুখে যাবো শুধু তোমাদেরই ভালবেসে।
ফিরে আসিবোনাকো কোনদিন, যাবনাকো জ্বালায়ে
আমায় আর দেখিবেনা হাজারো ভিড়ের মেলায়ে।
আমি আর রবোনাকো লাভা হয়ে জ্বালামুখে
শিতল হওয়ার জন্য ছড়ায়ে পড়িবো চারিদিকে।
আমায় আর দেখিব না লাল আর হলুদের মাঝে
আমার বিদায়ের সুর দেখ চারিদিকে বাজে।
এমনই করুন বিদায়ের মাঝে
হৃদয়ের মাঝে এক ঝংকার বাজে
কোন করুন সুর বাজেনা মোর বুকে
দেখো, বিদায় ক্ষনে কোন জ্বালা নেই মোর চোখে।
(সংক্ষেপিত)
মুহাম্মাদ রকিবুল ইসলাম
ডিসেম্বর ১৯৯৭
Subscribe to:
Posts (Atom)