Tuesday, 25 May 2010

Satoker chatoki

মন পরে রয় শুধু
ছাতকের চাতকির নিকটে
লাগে ভয়, কাপে মন
কি ঘটে, কি ঘটে...

কি প্রেম দিলো সে
উদাসে হুতাশে,
নব প্রান খোজে তারে
কোথা সে, কোথা সে?

এলো সে ভালোবেসে
হৃদয় টা নাড়িয়া
নিতে চায় কে তারে
মোর থেকে কারিয়া?

স্রষ্টারে চিনেছে সে
ভেঙ্গে গেছে ভ্রান্তি
প্রতিক্ষার দিন গোনে
তবু মনে শান্তি...

পারবে সে সয়ে নিতে
শত প্রতিঘাতও কি,
এলোমেলো বেরে ওঠা
ছাতকের চাতকি?

24/05/2010

Monday, 5 April 2010

MY FRIENDS

I watch my friends
They say `yes'
They say `no'
Thus they come
Thus they go.

Wednesday, 31 March 2010

SOBI (sonnet)

আয়নাতে ফের হেরি মুখখানি মোর
এমন রুপে কেমনে ভালবসি তারে
তার চেয়ে বেশি হেরি তার চেহারারে
আমার এ নয়নে কবে ঘুচিবে ঘোর।
মন মাঝে ফের যাচি হৃদি খানি মোর
এমন হৃদে আমি কেমনে চাহি তারে
সদা ভালবাসা ভিক্ষি তার হৃদি দ্বারে
আমার এ হৃদি মাঝে কবে হবে ভোর।

কত যাচি, কত ভাবি, কত করি ছল
তবু অসুস্থ হৃদিটা একি কথা বলে,
তারে পেতে চায় সেযে ভালবাসা বলে
ভাবে, মোরে ভালবাসে সেও অবিকল।

আয়নার সামনে অবুঝ কনে কবি?
সামনে যে দাড়িয়ে, সেযে শুধুই ছবি।

মুহাম্মাদ রকিবুল ইসলম
২৯/০৯/২০০০

Tuesday, 30 March 2010

ALLAH'R KASE MONAJAT

মোনাজাতে ভাবছি বসে
কোনটারে আজ চাই
কোনটা ফেলে
কোনটা পেলে
   ধন্য জীবনটাই,
ভেবে কুল না পাই,
          তাই-
কিছুই নাহি চাই
যাহা দিবে তাই।

  চাইবো আমি যা
  দিলেই না হয় তা
  পিছে ক্ষতি হইলো কিনা
  বুঝবো কেমন করে?
  অনেক ভেবে তাই-
      কিছু নাহি চাই
      যাহা দিবে তাই।

আমার মনে বাসনা আছে যত
জানে না কেহ তাহা তোমার মতো
হাজার চাওয়া বুকের মাঝে
       চুপি চপি কাদে
চাইবো তাদের কতো।
মুখ ফুটিয়া তাই
    কিছু নাহি চাই
    যাহা দিবে তাই।

তোমার চেয়ে নেইকো কাছে কেহ
কে বা দুরে, তুমি নাকি দেহ?
তোমার কাছে মুখ ফুটে আজ
কেমন করে চাই
অনেক ভেবে তাই
      কিছু নাহি চাই
      যাহা দিবে তাই।

বিপদ যখন আসে
থাকোনা কি পাশে?
বাচাও না কি তখন আমায়
     হাজার উছিলায়?
ভাবছি বসে ঋনের বোঝা
     শুধবো কেমন করে।
অনেক ভেবে তাই
     কিছু নাহি চাই
     যাহা দিবে তাই।

তোমার মতো ভাল প্রভু কেহ নাহি বাসে
তোমার মতো সুখে-দুখে কেউ থাকে না পাশে
মুখ ফুটিয়া তবু আজি
     কেমন করে চাই?
বুদ্ধি কি মোর নাই?
অনেক ভেবে তাই
      কিছু নাহি চাই
      যাহা দিবে তাই।

চাইবো আমি যা
দিলেই না হয় তা
আপন চাওয়া পাওয়ার পরে
যদি তোমায় ভুলে যাই
তারচে ভাল তোমার পথে
     বাধবো জীবনটাই;
     আর কিছুনা চাই
     শুধু বাধনটাই ।

চাইবো আমি যা
যদি না দাও তা
শয়তানের ঐ উস্কানিতে
টলতে পারে মোদরে বাধনটাই
তারচে ভাল যেমন আছি তাই-
      কিছুই নাহি চাই
      যাহা দিবে তাই।

যাহা দিছো মোরে
অপার কৃপা ভরে
তাহার লাগি পুর্বে আমি
কিছুই চাহি নাই;
নতুন করে তাই
    কিছুই নাহি চাই
    যাহা দিবে তাই।

সবাইকে তুমি দিছো যাহা
আমারেওতো দিছো তাহা
সবার থেকে বেশি করে
কেমনে কিছু চাই?
বেশি করে তাই
     কিছুই নাহি চাই
     যাহা দিবে তাই।

মর্মে মর্মে বুঝেছি ভাসা ভাসা
তোমার ভালবাসা;
কৃপা করে স্নেহ ভরে বাস যদি ভাল-
তোমার ভালবাসা পেলে ধন্য জীবনটাই
         আর কিছু না চাই
         শুধু ভালবাসাটাই।

অজ্ঞ আমি, মুর্খ আমি
বুঝবো নাযে কোনটা দামী
ভাল ছেড়ে খারাপ চাইবো পাছে
তারচে ভাল তুমিই দাওনা বেছে
তোমার দেয়া দানের চেয়ে ভালো কিছু নাই;
            আর কিছু না চাই
            শুধু তোমার টাই।


(সংক্ষেপিত)


মুহাম্মাদ রকিবুল ইসলাম
২৭/১০/২০০০

Saturday, 20 March 2010

SHALUK

পচা জলে নেমেছি আমি
জোক লেগেছে পায়ে,
    খুলবো তাদের কতো।

উঠে এলে জলের থেকে
শালুক পাবো কোথা-
  পচা জলে শালুক শত শত।


মুহাম্মাদ রকিবুল ইসলাম
৩০/১০/২০০০

Thursday, 18 March 2010

একাকী জীবন N EKAKI JIBON

একাকী জীবন, একাকী জীবন
   কতযে বিষাদ
   কতযে ব্যথার
     কে বুঝিবে ভাই
     যে একলা থাকে নাই।

পিতা মাতা, ভাই বোন
  কতযে আপন
  কতযে আপন
    কে বুঝিবে ভাই
    যে একেলা থাকে নাই।

সুখ-দুঃখ দিন ক্ষন
  আল্লাহই আপন
  আল্লাহই আপন
      কে বুঝিবে ভাই
      যে একেলা থাকে নাই।

দুনিয়ার প্রিয়জন- নেশার স্বপন
  কতযে কৃপন
  কতযে কৃপন
    কে বুঝিবে ভাই
    যে একলা থাকে নাই।


মুহাম্মাদ রকিবুল ইসলাম
০২/০১/২০০৩

ছন্দ চাও? ছন্দ নাও SONDO CHAO? SONDO NAO

ছন্দ চাও? ছন্দ নাও
  ছন্দ নাও বই খুজে
    ছন্দ পড়ো, জীবন গড়ো
ভাবতে শিখো চোখ বুজে।

সুখ-আনন্দ, কবিতা ছন্দ
  একই কথা দুই সুরে
    ছন্দ থাকে খুশির ফাকে
কবিতা হৃদয় জুরে।

কবিতা অবুঝ এখনো সবুজ
  ছন্দে দ্রুত গতি,
    কবিতাহীন, ছন্দে দীন
ধরে তারে ভীমরতি।

সাবাস প্রকৃতি ধরায়ে বিকৃতি
  করেছো মোরে কবি;
    ছন্দে ছন্দে, আবেগানন্দে
আকবো তোমার ছবি।

কবিতার মুল্য হৃদয়ের তূল্য
  করো নাকো অপমান
    ছন্দ ছ্দ, হৃদানন্দ
কবিতার মান।

ছন্দ চাও? ছন্দ নাও
  ছন্দ নাও মন খুলে
    ছন্দ পড়ো জীবন গড়ো
ভাবতে শিখো চোখ মেলে।

(সংক্ষেপিত)

মুহাম্মাদ রকিবুল ইসলাম
০২/১২/১৯৯৭
? ছন্দ নাও