Monday, 28 December 2009
চরিত্রবান - CHARITRABAN
আমি সতিচ্ছেদে চরিত্র খুজিনা
দেহটাই চরিত্রের পুজি না
ব্যবহারে যে বিত্তবান
সেইতো চরিত্রবান।
যে জন দেয় না ধোকা
বানায় না বোকা
স্রষ্ঠার ভয়ে যার কাপে প্রান
সেই তো চরিত্রবান।
যে জন সত্য কথা বলে
যে জন সত্যের পথে চলে
যার এক জবান
সেই তো চরিত্রবান।
সে জন থাকবে পরম সুখে
যে লাগাম টেনে মুখে
রাখে কথার মান
সেই তো চরিত্রবান।
আরে চরিত্র নয় দেহে
চরিত্র মুখে রে হে
উন্নত যার ব্যবহারের মান
সেই তো চরিত্রবান।
পাহাড় টলতে পারে
তবু কথা নড়ে নারে
জীবন বাজি রেখে রাখে কথারই সম্মান
সেই তো চরিত্রবান।
মুহাম্মাদ রকিবুল ইসলাম
৩০/১০/২০০৮
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment