Friday, 25 December 2009
Jibon Shayanne
পড়বে মনে এমন করে
আজকে যেমন পড়ছে মনে।
বাছাই করা সুখের স্মৃতি
ভাসবে তখন মনের কোনে।
সময় জলে যাবেগো গুলে
ব্যথার গুড়া গুলি।
হেলায় বসি করবো স্মরন
যাহারে গিয়াছি ভুলি।
হৃদয় মাঝে আবেগ অনল
ধীরে ধীরে শান্ত হবে।
দ্বীর্ঘশ্বাসে নতুন আশা
ধরবে ঘিরি কলরবে।
আশা সৃষ্টি কমে যাবে
হতাশা ঘিরি ধরবে তবে।
সময় তুল্যে হবো যে ধীর
রুচিগুলোও পাল্টে যাবে।
মজায় তবে লাগবেনা মজা
তেতোই লাগবে ভালো
রঙিন তবে রঙিন রবেনা
রঙিন হবে কালো।
আজ যাহারে বাসিছি ভালো
সেদিন তাহারে করবো স্মরন।
হারিয়ে যাবে সকল আপন
আজকে যাহারা করছে বরন।
(সংক্ষেপিত)
মুহাম্মাদ রকিবুল ইসলাম
২১/০৩/২০০০
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment